Topics

Quizzes

ফাইন্যান্স এর কঠিন বিষয় গুলি বুঝে নেই

Personal Finance

click click click click click click click click





সঞ্চয়ের তিন অভ্যাস! - Infographics



সঞ্চয়ের তিন অভ্যাস!

ট্রাভেলিং কিংবা নিজের শখের কোনো গ্যাজেট ক্রয় এরকম অনেক পরিস্থিতিতেই আমাদের হুটহাট অর্থের প্রয়োজন পড়ে। নিয়মিত খরচের অর্থ থেকে যদি হুটহাট বাড়তি খরচের পেছনে টাকা ঢালা হয় তাহলে দৈনন্দিন জীবনযাপনের ওপর এর একটা প্রভাব পড়ে। সঞ্চয়ের অভ্যাস এক্ষেত্রে আপনাকে বাঁচিয়ে দেবে পুরোপুরি। তখন আপনার জমানো টাকা দিয়েই আপনি ট্যুর দিতে পারবেন কিনবা কিনতে পারবেন আপনার পছন্দের কোনো গ্যাজেট। সঞ্চয়ের অভ্যাস শুরুর পূর্বে গড়ে তুলুন এই তিনটি চমৎকার অভ্যাস! ১) আগে সঞ্চয় করুন পরে খরচ - আমাদের অনেকেই মাসের স্যালারি পাওয়া মাত্রই ইচ্ছেমতো দেদারসে খরচ করা শুরু করে দেন। গাদাগাদা শপিং, নামজাদা রেস্টুরেন্টে খাওয়া সব শুরু করে দেন একসাথে এরপর আবার মাস শেষে ধার করতে হয়। এই বদভ্যাসটা ত্যাগ করতে হবে। বেতন পাওয়ার পর বেতনের অন্তত ২০ শতাংশ অর্থ সঞ্চয় করুন। এবং বাকিটা যাবতীয় খরচের জন্যে ব্যয় করুন। দেখবেন বছর শেষে অনেক সঞ্চয় হয়ে গেছে। ২) প্রয়োজন আর আকাঙ্ক্ষার পার্থক্য বোঝার চেষ্টা করুন - কোন জিনিস কিংবা কাজের পেছনে টাকা খরচ করা আপনার প্রয়োজন আর কোনগুলোর পেছনে টাকা খরচ না করলেও খুব একটা ক্ষতি নেই এই ব্যাপারটা বুঝতে শিখুন। কোন জিনিসগুলোর পেছনে আপনাকে প্রতি মাসেই টাকা খরচ করতে হয় সেটার একটা তালিকা করুন। বাসাভাড়া, খাবার খরচ, পরিবহন খরচ, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল, টিউশন ফি ইত্যাদি এই ধরণের খরচের আওতাভুক্ত। আপনি প্রতিমাসে বেতন পাওয়ার পর সেখানকার একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয়ের পর বাকি টাকা দিয়ে এই দৈনন্দিন প্রয়োজনগুলো মেটাবেন। এরপর যদি কোনো অর্থ বেঁচে যায় তখন আপনি সেটা আপনার শখ পূরণের ক্ষেত্রে ব্যয় করবেন। হতে পারে সেটা শপিং কিংবা বাইরে কোথাও খেতে যাওয়া বা মুভি দেখার পেছনে। এই ব্যাপারে ওয়ারেন বাফেট এর একটি জনপ্রিয় উক্তি আছে - “If you buy things you want soon you won't have money to buy things you need.” ৩) ৫০/৩০/২০ নিয়ম মেনে চলুন - উপার্জনের টাকা হাতে পাওয়ার পর সেটাকে তিন ভাগে ভাগ করুন। টাকার ৫০ শতাংশ রাখুন দৈনন্দিন প্রয়োজনে ব্যয় করার খাতে। অর্থাৎ বাড়ি ভাড়া, ইন্টারনেট ও বিদ্যুৎ বিল, পরিবহন খরচ, টিউশন ফি, চিকিৎসা বাবদ ইত্যাদির জন্যে। ৩০ শতাংশ রাখুন নিজের শখ মেটাতে। হতে পারে সেটা নতুন কোনো পোশাক কেনার বা গ্যাজেট কেনার কিংবা কোথাও বেড়াতে যাবার। আর হ্যাঁ অবশ্যই প্রথমে ২০ শতাংশ সঞ্চয় করতে ভুলবেন না। এবার পুরো ব্যাপারটা ছোট্ট করে বললে, বেতন পাওয়ার সাথে সাথে টাকার ২০ শতাংশ সঞ্চয় করে বাকি টাকা থেকে ব্যয় করুন। নিজের প্রয়োজন আর আকাঙ্ক্ষার মধ্যে তফাতটা বুঝুন, আর ৫০/৩০/২০ নিয়ম মেনে উপার্জনের টাকাটাকে তিন ভাগে ভাগ করে অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা সুনিশ্চিত করুন!