Topics

Quizzes

ফাইন্যান্স এর কঠিন বিষয় গুলি বুঝে নেই

Personal Finance

click click click click click click click click





The Process Of Financial Planning - Infographics



অর্থনৈতিক পরিকল্পনার প্রক্রিয়া!

যে কোনো কিছু গুছিয়ে ম্যানেজ করার পূর্বশর্ত হলো পরিকল্পনা। টাকা পয়সা অর্থাৎ অর্থ ম্যানেজ করার ক্ষেত্রে ব্যাপারটা ব্যতিক্রম নয়। কষ্টে উপার্জন করা অর্থ সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করার ক্ষেত্রে প্রয়োজন একটি সুন্দর পরিকল্পনার। আর এই পরিকল্পনা কীভাবে করতে হবে সেটা নিয়েই ধারণা দেওয়া হবে আজ। চট করে খাতা কলম নিয়ে বসে যায় আর নোট ডাউন করে রাখো ঠিক কী কী পরামর্শ দেওয়া হচ্ছে সেগুলো যাতে প্রয়োগ করতে সুবিধা হয়। অর্থনৈতিক পরিকল্পনার ধাপগুলো - i) Assess your financial standpoint - নিজের সম্পদগুলোর মূল্যমান টাকার অঙ্কে নির্ধারণ করে ফেলো, এরপর কোথায় কোথায় দেনাপাওনা আছে সেটাও হিসাব করো, কোন কোন উৎস থেকে আয় হচ্ছে, Active & Passive income source গুলো কোনগুলো সেগুলো খুঁজে বের করো। Passive income source এর আদর্শ উদাহরণ হলো বাড়িভাড়া। এই সবগুলো তথ্য সম্পর্কে ধারণা রাখো। ii) Goal Setting - এবার আসা যাক লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে। এই ধাপটিকে আবার তিন ভাগে ভাগ করা যায়। Short term বা স্বল্পস্থায়ী Mid term বা মধ্যবর্তী Long term বা দীর্ঘস্থায়ী একটা একটা করে ব্যাখ্যা করি। Short term: নিত্যপ্রয়োজনীয় কাজে কত টাকা ব্যয় করবে, শপিংয়ে কী কী কিনবে, নতুন কোন গ্যাজেট কিনবে সেগুলোর পেছনে যে টাকা খরচ করার জন্যে যে পরিকল্পনা সেটাই হলো Short term এর আওতাধীন। Short term বা স্বল্পস্থায়ী পরিকল্পনাগুলো মূলত Weekly/Monthly/Yearly এই সময়ব্যাপী হয়ে থাকে। Mid Term: ধরা যাক কেউ উচ্চ শিক্ষার জন্যে দেশের বাইরে যাবে। কিংবা দেশের বাইরে ট্যুর দেবে সেজন্যে যে পরিকল্পনা করতে হয় সেটা Mid term বা মধ্যবর্তী পরিকল্পনার আওতাধীন। সাধারণত ২-৫ বছরব্যাপী পরিকল্পনাগুলোই এই ধাপের আওতাভুক্ত। Long Term: ধরা যাক কেউ একজন অবসরের পরিকল্পনা করছেন, কেউ জমি কেনার কথা ভাবছেন। কেউ বাড়ি বানানোতে আগ্রহী কেউ আবার গাড়ি কিনতে চাইছেন এই ধরণের পরিকল্পনাগুলো এই ধাপের আওতায় পড়ে। অর্থাৎ ৫ বছরেরও বেশি সময় ধরে চলা পরিকল্পনাগুলোই মূলত Long term বা দীর্ঘস্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত। iii) Execution Strategy - লক্ষ্য তো নির্ধারিত হলো এবার সেগুলো বাস্তবায়ন কৌশলগুলো তৈরি করতে হবে। একেকটা পরিকল্পনা বাস্তবায়নের কৌশল একেক রকম। Short term এর জন্য হতে পারে সেটা সঞ্চয় বাড়ানো, Mid term এর জন্যে হতে পারে বন্ড কেনা কিংবা ব্যাংকে আলাদা করে টাকা জমানো, Long term এর জন্যে হতে পারে বড় ধরণের কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া। iv) Execute the Plan - সব পরিকল্পনা তো হলো। এবার পালা বাস্তবায়নের। Planning * Execution = Result তাই পরিকল্পনা যেরকমই হোক না কেন সেটা বাস্তবায়ন করা না হলে ফলাফল শূণ্যই থেকে যাবে। তাই পরিকল্পনা মোতাবেক চট করে কাজ শুরু করো। v) Monitoring & Assessment - নিজের লক্ষ্যটাকে বাস্তবায়ন করতে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করলেই তো হবে না। খেয়াল রাখতে হবে সেটা কতখানি কাজ করছে। যদি দেখা যায় যে পরিকল্পনা আর বাস্তবায়নে তেমন একটা ইতিবাচক ফলাফল তাহলে লক্ষ্যটাকে আবার ঠিক করে নতুন করে পরিকল্পনা করে সে অনুযায়ী কাজ করো। এই হলো অর্থনৈতিক পরিকল্পনা তৈরির প্রক্রিয়া। এবার নিজেরটা তৈরি করে সেটা নিয়ে কাজ শুরু করো।