Topics

Quizzes

ফাইন্যান্স এর কঠিন বিষয় গুলি বুঝে নেই

Personal Finance

click click click click click click click click





Best Practices Of Personal Finance - Infographics



Best Practices Of Personal Finance

সময়ের মূল্য, শিষ্টাচার, অধ্যবসায়, নৈতিকতা, শৃঙ্খলার মতো অনেক অনেক গুনাবলীর শিক্ষা আমরা আমাদের স্কুল - কলেজে পড়ার সময় পেয়ে থাকি। কিন্তু তখন আমাদের একটা বিষয়ে কখনও আমাদের ধারণা দেওয়া হয় না। এমনকি কখনও কখনও বড়দের ব্যাপার বলে এই বিষয়টি নিয়ে কখনও আমাদের সামনে কথা পর্যন্ত বলা হয় না। ঠিকই ধরেছ। বলছি টাকা - পয়সা কীভাবে সঠিকভাবে ম্যানেজ করতে হয় সেটা নিয়ে। অথচ এমন একটা লাইফ স্কিল সঠিক সময়ে না শেখার কারণে আমরা অনেকেই টাকা পয়সা সংক্রান্ত অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। চলো জেনে নেওয়া যাক পার্সোনাল ফাইনান্স এর ৫ ভিত্তি নিয়ে! ১) অর্থ উপার্জন ২) অর্থ সঞ্চয় ৩) অর্থ বিনিয়োগ ৪) অর্থ ব্যয় ৫) অর্থ রক্ষা এবার আসা যাক বিস্তারিত নিয়ে! ১) অর্থ উপার্জন - অর্থের ব্যবস্থাপনা না হয় করবে তা অর্থটা আসবে কোথা থেকে? উপার্জন করতে হবে তো? উপার্জনের শুরুটা হোক ছোটবেলা অর্থাৎ ছাত্রাবস্থায়ই। প্রশ্ন আসতেই পারে কীভাবে? টিউশনি করতে পারো, ফ্রিল্যান্সিং করতে পারো, ব্লগে লিখতে পারো, ছোটখাটো ব্যবসা করতে পারো, আউটসোর্সিং করতে পারো। অনেক অনেক অপশন আছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বাবা-মায়ের কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করে দাও। স্বনির্ভর হও। ২) অর্থ সঞ্চয় - আমাদের সবারই একটা বাজে অভ্যাস আছে। আমরা অনেকেই টাকা পয়সা হাতে পাওয়ার পর আগে ইচ্ছামতো খরচ করি। খরচ শেষে যদি কিছু বাঁচে তখন সেটা জমাই। কিন্তু এই ব্যাপারটা একদম উল্টো হওয়া উচিত। এটা আগে থেকেই নির্ধারিত থাকা উচিত যে উপার্জনের টাকাটা হাতে আসার পর এর কত শতাংশ সঞ্চয় করা হবে এবং সঞ্চয় করার পর বাকি টাকা খরচ করা হবে। ৩) অর্থ বিনিয়োগ - টাকা উপার্জন হলো, সঞ্চয়ও হলো। কিন্তু দিনশেষে লাভটা কী হলো? টাকা যদি বাসায় আলমারিতে কিংবা মোটা সিন্দুকে জমা করে রাখো, অথবা মাটির ব্যাংকে বা বালিশের তলায় রেখে দাও তাহলে কি সেই টাকা বাড়বে? উল্টো মুদ্রাস্ফীতির নেতিবাচক প্রভাবে টাকার মূল্য অনেকটাই কমে যাবে। এ থেকে বাঁচবার উপায় তবে কী? বিনিয়োগ করো। তোমার জমানো টাকাগুলো কোথাও বিনিয়োগ করো। এতে টাকার মূল্য আর কমবে না। ৪) অর্থ ব্যয় - আয়ের থেকে ব্যয় যাতে কখনও বেশি না হয়। এই ব্যাপারটায় লক্ষ্য রাখা জরুরি। আগে সঞ্চয় করতে হবে আর তারপরে ব্যয়। পার্সোনাল বাজেট তৈরি করো এবং সেটা মেনে চলো। ব্যবহার করো মানি ম্যানেজমেন্ট অ্যাপ। ট্র্যাক করো কোথায় কোথায় প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করা হচ্ছে। দেখবে উল্টোপাল্টা খরচের পরিমাণও অনেক কমে গেছে। ৫) অর্থ রক্ষা - তোমার টাকাগুলো যদি তুমি বাসায় বালিশের তলায় রাখো তাহলে সেগুলো তো বাড়বেই না উল্টো মুদ্রাস্ফীতির প্রভাবে এর মূল্যমান কমে যাবে। তারচেয়ে বরং কিছু টাকা ব্যাংকে জমা করো, কিছু টাকা বিনিয়োগ করো, কিছু টাকা দিয়ে ব্যবসা শুরু করো। দেখো কোন খাতে মুনাফা বেশি হচ্ছে। এরপর সেই অনুযায়ী ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। এই ছিলো পার্সোনাল ফাইন্যান্স এর ৫ ভিত্তি। এখন থেকে অর্থ উপার্জনের পাশাপাশি সঞ্চয় হোক সুনির্দিষ্ট, বিনিয়োগ হোগ ভেবেচিন্তে আর অর্থের সুরক্ষা হোক যথাযথ।