Topics

Quizzes

ফাইন্যান্স এর কঠিন বিষয় গুলি বুঝে নেই

Student Finance

click click click click click





জীবনের শুরু থেকেই হিসেবী হও - Infographics



জীবনের শুরু থেকেই হিসেবী হও

আমার এক বন্ধু ছিলো। ওকে ওর বাবা ক্লাস সিক্সে থাকতে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছিলো। শুনলাম, ক্লাস ফাইভের বৃত্তির টাকা ওখানেই জমা করে। তখন বেশ বিরক্ত লাগলো যে এতো কষ্টের টাকা দিয়ে যদি কিছু করতেই না পারলাম, তাহলে আর কী লাভ হলো? ধুর ছাই! কী দরকার এসবের। কিন্তু এখন মনে হয় ঐ বয়সের টাকাটা আসলে বড় ব্যাপার নয়। ব্যাপার হলো, অভ্যাসটা। আর এই শুরুটা তুমি যে ক্লাসেই থাকো না কেন, তখন থেকেই শুরু করে দিলে খারাপ হয় না কিন্তু। হিসেবি হবার অর্থ এটা নয় যে, কিপটে হতে হবে। হিসেবে হওয়ার অর্থ হল টাকার সঠিক ব্যবহার সঞ্চয় উপায় এবং ব্যায়ের সঠিক জায়গা গুলো এবং সময় সম্পর্কে ধারণা পাওয়া। দুজনের উদাহরণ দেই। একজন ক্লাস সিক্স থেকে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, আরেকজন একেবারে চাকরি করার পরে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, যে আগে অ্যাকাউন্ট করেছে তার টাকা সঞ্চয় ধারণা, টাকা সঞ্চয় করার উপায় গুলো, পরিকল্পনা করার পদ্ধতি, ব্যাংকে যে নিয়মকানুন আছে - সব কিছুর ব্যাপারে তার ধারনা আগে থেকেই পরিষ্কার হবে এবং সে এসব করতে গিয়ে অনেক স্বাচ্ছন্দ বোধ করবে। অন্যদিকে যে চাকরি করার পরে, চাকরিতে জয়েন করার পরে, ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে তার এসব করতে সবসময় একটু দ্বিধা দ্বন্দ্বে ভুগতে হবে । সে এসব থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে। তাই জীবনের একেবারে শুরু থেকেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আমরা এই পদ্ধতিগুলো ব্যাপারে জানি এবং এই বিষয়গুলোর ব্যাপারে অবগত থাকি। আমাদের জন্য আমাদের জীবনের সামনের দিনগুলোতে এই কাজগুলো করা অনেক সহজতর হবে। অনেকের টাকার দরকার পড়লেই ধার করে। এই অভ্যাসটা থেকে সরে আসতে হবে। কারো কাছে ঋণী থাকা যাবে না। পারতপক্ষে বিপদে পড়ে ধার করলেও, সেই ধার যত দ্রুত সম্ভব শোধ করে ফেলতে হবে। নিয়মিত হিসেব ট্র্যাক করার জন্য অনেক মোবাইল অ্যাপ রয়েছে এখন। প্লেস্টোরে “Money manager বা Money management” লিখে সার্চ করলেই দেখবে অনেক অ্যাপ চলে আসবে। Monefy এর মধ্যে একটি। এই অ্যাপে খুব সুন্দরভাবে তুমি তোমার আয়-ব্যায়, খরচের হিসেব রাখতে পারো। পরে এখান থেকেই তুমি দেখতে পারবে যে, তোমার কোন জায়গা গুলোতে সবচেয়ে বেশি খরচ হচ্ছে। পরে সে অনুযায়ী তুমি তোমার বাজেট পরিকল্পনা করতে পারো। প্রতিদিনের হিসেব, সেদিন ই করে ফেলবে। তাহলে সপ্তাহ শেষে বা মাস শেষে একবারে সব হিসেব পেয়ে যাবে। এভাবে যদি বাজেট পরিকল্পনা ঠিকভাবে করতে পারো, আর সাথে যদি সঠিক ভাবে যদি টাকা জমানোর অভ্যাসটাও তৈরী হয়ে যায় - তাহলে তোমার জন্য হিসেবী হওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আর মনে রেখ, হিসেবী হবার অর্থ এটা নয় যে, অনেক কিপ্টে হতে হবে। হিসেবী হবার অর্থ হছে স্মার্টলি বুদ্ধিদীপ্ত ডিসিশন নিতে পারবে যখন ফাইনান্স রিলেটেড সিদ্ধান্ত নিতে হবে।