অকশনে বিনিয়োগ করার ঠিক কত দিনের মধ্যে বন্ডগুলো বিনিয়োগকারীর বি/ও হিসেবে চলে আসবে?
সাধারণত অকশন হয়ে যাওয়ার ২ দিনের মধ্যে একজন বিনিয়োগকারী ক্রয়কৃত বন্ডটি তার বি/ও হিসাবে পাওয়ার কথা। তবে মনে রাখতে হবে যে, ফ্রেশ ইস্যু অর্থাৎ বন্ডটি যদি নতুন করে ইস্যু করা হয়, তাহলে এটি Dhaka Stock Exchange-এ তালিকাভুক্ত (Listing) করতে হয়। এই Listing এর দায়িত্ব CDBL ও Dhaka Stock Exchangeএর। যেহেতু এ প্রক্রিয়াটা বেশ নতুন, তাই নিয়ন্ত্রক সংস্থাগুলোর Listing করাতে এখন ১৫-৩০ দিন সময় লাগতে পারে। তাই ফ্রেশ- ইস্যু বন্ড পোর্টফোলিওতে আসতে কিছুটা বিলম্ব হওয়া স্বাভাবিক। তবে এ পরিস্থিতি সাময়িক। এটি স্বাভাবিক হলে বিনিয়োগকারীরা অকশন হওয়ার ২ দিনের মধ্যেই B/O হিসেবে তাদের বন্ড পেয়ে যাবেন।
এরপর ৬ মাস পর পর বিনিয়োগকারী তার ক্রয়কৃত বন্ডটির উপর নির্দিষ্ট হারে সুদের টাকা তার ব্যাংক হিসেবে পেতে থাকবে এবং মেয়াদ শেষে বন্ডে বিনিয়োগকৃত মূলধন ফেরত পেয়ে যাবেন। আর যদি বিনিয়োগকারী জরুরি প্রয়োজনে অথবা মূলধনী লাভের জন্য তা বিক্রয় করতে চায় তাহলে Dhaka Stock Exchange- এ Bond টি বিত্রুয় করতে পারবেন। আবার ট্রেজারী বন্ড এর সেকেন্ডারি মার্কেটেও এই বন্ড বিক্রয় করতে পারবেন। এক্ষেত্রে তিনি যতদিন ট্রেজারী বন্ড ধরে রাখবেন ঠিক তত দিনের কুপন এর জন্য বিবেচিত হবেন এবং সঞ্চিত সুদের পরিমাণ (Accrued Coupon Amount) বিক্রয়মূল্যে সাথে পেয়ে যাবেন।