আইডিএলসি সিকিউরিটিজ কিভাবে গ্রাহকের জন্য বন্ড অকশনে অংশগ্রহন করবে?
এটা বুঝার জন্য আমাদের প্রাইমারি ডিলার ও অমনিবাস বিপিআইডি দুইটি জিনিস আগে থেকে জানতে হবে। প্রাইমারি ডিলার বলতে সেইসব আর্থিক প্রতিষ্ঠানকে বা ব্যাংককে বুঝানো হয় যারা ট্রেজারি সিকিউরিটি লেনদেনের প্রাইমারি মার্কেটে অংশগ্রহনের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিবন্ধিত এবং অনুমোদন প্রাপ্ত। তাদের মাধ্যমে প্রাইমারি এবং সেকেন্ডারি মার্কেটে ট্রেজারি সিকিউরিটির লেনদেন করা হয়ে থাকে। অপরদিকে অমনিবাস বিপিআইডি হচ্ছে এমন একটি একাউন্ট, যা কিনা একটি বিদ্যমান ব্যাংক হিসাবের বিপরীতে ব্রোকারেজ হাউজগুলো খুলে থাকে শুধুমাত্র বন্ডের লেনদেন করার জন্য।
বন্ড অকশনে অংশগ্রহন করার জন্য ব্রোকারেজ হাউজ অনেকজন বিনিয়োগকারীর বন্ডে বিনিয়োগের আবেদনের অর্থ নিয়ে একটি প্রাইমারি ডিলার ব্যাংকের সাথে অমনিবাস বিপিআইডি হিসেব খুলে বন্ডের প্রাইমারি অকশনে অংশগ্রহণ করে থাকেন। অকশন শেষে বাংলাদেশ ব্যাংক প্রতিটি অমনিবাস বিপিআইডির বিপরীতে আবেদনকৃত বন্ডগুলো বিতরণ করে দেন। ব্রোকারেজ হাউজগুলো তখন অমনিবাস বিপিআইডিতে প্রাপ্ত বন্ডগুলোকে তাদের বন্ড এ আবেদনকৃত ক্লায়েন্টের বি/ও হিসেবে স্থানান্তর করে থাকেন। বন্ডগুলো যখন বিনিয়োগকারীর বি/ও হিসেবে জমা করা হবে, তখন সেই বি/ও হিসেবের সাথে ট্যাগ কৃত ব্যাংক হিসাবের বিপরীতে বাংলাদেশ ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে একটি করে বিপিআইডি খুলে ফেলবে। এই বিপিআইডির মাধ্যমে বিনিয়োগকারীর বন্ড এর সাথে সম্পর্কিত লেনদেনগুলো ট্র্যাক এবং সেটেলমেন্ট করবে।