কেন সঠিক পরিকল্পনা করলে আপনি একটা সফল ট্রেডার হতে পারবেন?
নতুন ট্রেডিং শুরু করলে অনেকেই কিছুটা অস্থিরতা নিয়ে কোন রকম পরিকল্পনা ছাড়াই ট্রেডিং করে। কিন্তু ট্রেডিং পরিকল্পনা সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রেডিং শুরু করার সাথে সাথে ট্রেড করা কিছুটা কঠিন কারণ ট্রেডের সাথে অনেকগুলো বিষয় জড়িত থাকে। তাই যাদের অভিজ্ঞতা বা পর্যাপ্ত পরিকল্পনা নেই তাদের এক্ষেত্রে ভুল করার সম্ভাবনা বেশি। তাই ট্রেডিং এ সাফল্য পাওয়ার জন্য অবশ্যই পরিকল্পনা মাফিক ট্রেডিং করা উচিত।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি প্রফেসর, ড: গোলউইৎজের গবেষণা করে যুক্তি দিয়েছেন যে, পরিকল্পনা করলে মানুষ সহজে মনে রাখতে পারে কিভাবে একটা কাজ দক্ষতার সাথে করতে হয়। দ্বিতীয়ত, পরিকল্পনা থাকলে কাজে দ্রুত সাফল্য আসে। তৃতীয়ত, যখন মানুষের সঠিক পরিকল্পনা থাকে তখন তারা আরও সহজে যেকোন বাধা এবং বিপত্তি উপেক্ষা করতে পারে।
বাজারের পরিস্থিতি যখন কিছুটা অস্থির থাকে, তখন পরিকল্পনা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। কেন না শেয়ার বাজার কোন দিকে যাচ্ছে বলা মুশকিল। এরকম পরিস্থিতিতে শেয়ার বাজার এ ট্রেড করলে ট্রেডারের উপরে অনেক মানসিক চাপ পরার সম্ভাবনা থাকে। এমন পরিস্থিতিতে একসাথে অনেক গুলো সিদ্ধান্ত নেয়া দরকার হয়। যেহেতু একসাথে অনেক কিছু মনে রাখা কঠিন, তখন স্বভাবতই ভুল বেশি হয়।
একটি বিস্তারিত ট্রেডিং প্ল্যান আমাদের সীমিত চিন্তাশক্তিকে দক্ষতার সাথে ফোকাস করতে সাহায্য করে। যখন আমাদের একটি পরিকল্পনা থাকে তখন আমরা দ্রুত এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারি। তাই একজন সফল ট্রেডার হতে চাইলে একটি বিস্তারিত ট্রেডিং প্ল্যান তৈরি করতে হবে এবং এটি সঠিকভাবে অনুসরণ করতে হবে। তবেই ভবিষ্যতে এর থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভবনা থাকবে।