ট্রেডিং এ কেন রাতারাতি সাফল্য আশা করা উচিত নয়
ট্রেডিং এ রাতারাতি সাফল্য খোঁজা একটি বড় ভুল। কিন্তু অনেকেই এই ভুল ধারণা নিয়ে ট্রেডিং শুরু করেন। কিন্তু কিছুদিন যাওয়ার পর যখন তাদের প্রত্যাশা অনুযায়ী সাফল্য আসে না, পর্যাপ্ত অর্থ উপার্জন হয় না তখন তারা নিরুৎসাহিত হয়ে পড়েন। কিন্তু তারা ভুলে যান যে একজন ভালো ট্রেডার হতে হলে সঠিক সময় এবং উপযুক্ত অবস্থা প্রয়োজন। ব্যাপারটা অনেকটা সাইকেল চালানো শেখার মতন। যেমন আবহাওয়া যখন অনুকূলে থাকে এবং রাস্তার পরিবেশ ভালো থাকে তখন সাইকেল চালানো শেখা অনেক সহজ। অন্যদিকে প্রতিকূল আবহাওয়া কিংবা খারাপ রাস্তায় সাইকেল চালানো অপেক্ষাকৃত কঠিন।
যদি আপনার কাছে ট্রেড করার জন্যে পর্যাপ্ত টাকা না থাকে তাহলে আপনাকে ট্রেড করার জন্য অর্থ উপার্জন এবং সঞ্চয় করতে হবে। ট্রেড সাফল্য অনুশীলনের উপর নির্ভরশীল তবে অনেকেই শুরুতে জানে না কিভাবে ট্রেড করতে হয়। ট্রেডিং শিখতে হলে আপনাকে ট্রেডিং সম্পর্কে জানতে হবে এবং অনুশীলন করতে হবে। আপনাকে মেনে নিতে হবে যে ট্রেড এ ঝুঁকি থাকবেই এবং লস হলে নিরুসাহিত হওয়া যাবে না।
ভালো ট্রেডার হতে আপনাকে অনেক সমস্যার সাথে মুখোমুখি হতে হবে। আপনি যদি ট্রেডিং এ আগ্রহী হন তাহলে শুরুতেই ট্রেডিং সংক্রান্ত সমস্যা গুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করা যাবে না বরং এই সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে ভাবতে পারেন।
মনে রাখবেন সফলতা শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভরশীল নয়। সফলতা আসে যখন আপনি প্রত্যেকদিন আপনার লক্ষ্য অর্জন করার জন্য কাজ করতে থাকেন। এভাবে কখনো আপনি ভালো করবেন আবার কখনো খারাপ সময়ও যাবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো যে কখনও হাল ছাড়া যাবে না বরং আপনার লক্ষ্যের দিকে কাজ চালিয়ে যেতে হবে।
তাই একটু একটু করে লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে থাকুন। ট্রেডিং কৌশল সম্পর্কে জানুন, অল্প পরিমাণ অর্থ ব্যবহার করে অনুশীলন করুন এবং প্রতিদিন আপনার লক্ষ্যের দিকে কাজ চালিয়ে যান। হাল ছাড়বেন না এবং এক জায়গায় আটকে থাকবেন না। সমস্যার সমাধান খুঁজতে থাকুন। এভাবে চেষ্টা, অধ্যবসায় আর লক্ষ্য স্থির থাকলে সাফল্য আসবেই।