ট্রেডিং শুরু করতে আপনার কত টাকা লাগবে?
এ প্রশ্নটি অনেকেই জিজ্ঞাসা করে। আপনি যখন নতুন ট্রেডিং শুরু করছেন এমন প্রশ্ন আপনার মনে আসতেই পারে।
যেকোনো পরিমাণ টাকা নিয়ে আপনি ট্রেডিং শুরু করতে পারেন। কিন্তু সব টাকা নিয়ে শুরু করা ঠিক নাও হতে পারে। তাই আপনার ভাবতে হবে আপনার কত টাকা জমানো আছে; ট্রেডিং অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা নয়।
ধরুন আপনার কাছে ৫০০,০০০ টাকা আছে। কিন্তু আপনি যদি খারাপ ট্রেড করার কারণে সব টাকা হারিয়ে ফেলেন তাহলে কি করবেন? আপনি সতর্ক থাকা সত্ত্বেও এমন লস হতে পারে। ফলে পরবর্তীতে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে রাখার জন্য যদি আপনার কাছে আর কোনো টাকা না থাকে, তাহলে আপনি তখন কি করবেন?
এটি অনেক নতুন ট্রেডারদের সাথে ঘটে। যখন আপনি আপনার সমস্ত টাকা হারিয়ে ফেলার ভয় পান এবং আপনার সংসার খরচ পরিশোধ করতে না পারেন, তখন একজন সফল ট্রেডার হওয়া সত্যিই কঠিন। তাই আপনার ট্রেডিং একাউন্ট এর বাইরে ও আপনার জমানো টাকা থাকা উচিত যেটা দিয়ে আপনি কোন জরুরী প্রয়োজন মেটাতে পারেন। তাই আপনার ছয় মাস থেকে এক বছরের সংসার খরচ আলাদা করে রেখে বাকি টাকা দিয়ে আপনি ট্রেডিং শুরু করতে পারেন। এভাবে, আপনার মানসিক চাপ কমে যাবে, এবং আপনি আরও ভাল ট্রেড শেখার উপর মনোযোগ দিতে পারেন।
যদি আপনার মাসিক খরচ ৪০,০০০ টাকা হয় তাহলে আপনার ২.৫ থেকে ৫ লাখ টাকা (৪০,০০০ x ৬ = ২৪০,০০০) থেকে (৪০,০০০ * ১২ = ৪৮০,০০০), ট্রেডিং একাউন্ট এর বাইরে জমানো উচিত। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা অন্য কোথাও পর্যাপ্ত জমানো টাকা আপনাকে নিরাপদ রাখবে এবং ট্রেডিং এ প্রফিট করা কঠিন হয়ে গেলেও আপনাকে ধোর্যশীল থাকতে সাহায্য করবে।