বন্ডের উপর কত টাকা ট্যাক্স দিতে হবে?
সকল বন্ডের বিনিয়োগকারীকে কুপন আয়ের উপর মিনিমাম ৫% হারে উৎস কর প্রধান করতে হবে। অর্থাৎ একজন বিনিয়োগকারী যেই পরিমান অর্থ সুদ্ হিসেবে বন্ড থেকে পাবেন, সরকার তার ৫% কেটে রেখে অবশিষ্ট অর্থ বিনিয়োগকারীর ব্যাংকে জমা করবেন। এরপর অর্থ-বছর শেষে বিনিয়োগকারী যখন তার ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন তখন বন্ডের কুপন আয়সহ তার বাকিসব করযোগ্য আয়ের উপর তার যেই ট্যাক্স রেট প্রযোজ্য হবে, সেই রেটে তাকে বন্ডের লাভ বা ক্ষতি উপর ট্যাক্স প্রধান করতে হবে। যদি বিনিয়োগকারীর সম্পূর্ণ অর্থ বছরের আয় মিনিমাম করযোগ্য আয়ের নিচে থাকে, তাহলে তার কোনো প্রকার বন্ডের আয়ের উপর ট্যাক্স প্রধান করতে হবে না। তখন শুধু উৎস করের পরিমাণটি বন্ডের আয়ের উপর ট্যাক্স হিসেবে গণনা করা হবে। যদি কোনো বিনিয়োগকারী বন্ডের মেয়াদপূর্তির পূর্বেই বিক্রি করে ফেলেন, তাহলে সেই মূলধনী লাভের উপর তাকে কোনো ট্যাক্স প্রদান করতে হবে না।
এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে প্রত্যেকের করযোগ্য আয় এবং প্রয়োগযোগ্য ট্যাক্সের রেট ভিন্ন হবে। এটা নির্ভর করবে বিনিয়োয়োগকারীর উপর প্রযোজ্য ট্যাক্স রেট কত হবে তার উপর। যদি কোনো অর্থ বছরে একজন বিনিয়োয়োগকারীর করযোগ্য আয় তার সর্বনিম্ন আয়ের নিচে থাকে তাহলে তাকে শুধু বন্ডের উৎস কর ব্যতীত অন্য কোনো ট্যাক্স প্রদান করতে হবে না। উধাহরণস্বরূপ চলতি অর্থ বছরে বন্ড থেকে প্রাপ্ত বাৎসরিক সুদ্ পুরুষের ক্ষেত্রে ৩৫০,০০০ এবং মহিলা বা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে (৬৫ বছরের উর্ধে) ৪০০,০০০ টাকার কম হয় এবং অন্য কোনো করযোগ্য আয় না থাকে, তাহলে তাদের উপর কোনো আয়কর প্রযোজ্য হবে না। এক্ষেত্রে বন্ডের কুপনের উপর শুধু তাদের উৎস কর কেটে রাখা হবে। উৎস কর ব্যতীত অন্য কোনো প্রকার কর তখন আর প্রযোজ্য হবে না। কিছু উদাহরণের মাধ্যমে আমরা জিনিসটি সহজ করে বুঝার চেষ্টা করি। বিনিয়োগকারী যদি কোনো প্রতিষ্টান হয়ে থাকে তাহলে তাদের উপর কর্পোরেট করের হার প্রযোজ্য হবে।
উদাহরণ-১:
ধরুন এই বছর আপনার ট্রেজারী বন্ড থেকে মোট কুপন আয় হয়েছে ১০,০০০ টাকা। এই টাকার ৫% উৎস কর কেটে (১০,০০০*৫% = ৫০০ টাকা) বাকি ৯,৫০০ টাকা আপনার ব্যাঙ্ক একাউন্ট এ জমা করা হবে। এবার বছর শেষে আপনার সর্বোচ্চ করসীমা যদি ১৫% হারে হয় তাহলে আপনার ১০,০০০ টাকা মোট কুপন ইনকাম এর উপর ফাইনাল ট্যাক্স এর পরিমাণ দাঁড়াবে ১০,০০০*১৫% = ১,৫০০ টাকা। যেহেতু উৎস কর হিসেবে আপনার থেকে ৫০০ টাকা আগেই কেটে রাখা হয়েছিল, তাই আপনাকে নতুন করে ট্যাক্স দিতে হবে ১,৫০০ (Final Tax) - ৫০০ (Source Tax) = ১,০০০ টাকা।
উদাহরণ-২:
ধরুন উদাহরণ-১ এর সবকিছু একই রয়েছে কিন্তু আপনার করযোগ্য আয় বৃদ্ধি পাওয়ায় আপনার সর্বোচ্চ করসীমা ২৫% হয়েছে। তাহলে আপনার ১০,০০০ টাকা মোট কুপন আয়ের উপর ফাইনাল ট্যাক্স এর পরিমাণ দাঁড়ায় ১০,০০০*২৫% = ২,৫০০টাকা। যেহেতু উৎস কর হিসেবে আপনার থেকে ৫০০ টাকা আগেই কেটে রাখা হয়েছিল, তাই আপনাকে নতুন করে ট্যাক্স দিতে হবে ২,৫০০ (Final Tax) - ৫০০ (Source Tax) = ২,০০০টাকা।
উদাহরণ- ৩:
যদি এমন হয় যে বছর শেষে আপনার প্রাপ্ত সুদের পরিমাণ মিনিমাম করযোগ্য আয়ের নিচে থাকে তাহলে ফাইনাল ট্যাক্স রেট হবে ০%। তার মানে আপনার বছর শেষে বন্ডের কুপন