ট্রেজারী বন্ডে লাভ-ক্ষতির হিসেব কিভাবে করবো?
বন্ডে লাভ বা ক্ষতি সাধারণত দুইভাবে হতে পারে। একটি হলো কুপন বা সুদ্ আর অন্যটি হলো মূলধনী লাভ বা ক্ষতি।
বন্ডের মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করার সূত্র হলো:
লাভ/ (ক্ষতি) = সুদের পরিমাণ + মূলধনী লাভ / (ক্ষতি)
ট্রেজারী বন্ডের সুদের হার সাধারণত নির্দিষ্ট থাকে অর্থাৎ সুদের পরিমাণ একটি বন্ডের মেয়াদকালে ওই বন্ডের জন্য পরিবর্তন হবে না। তার মানে আপনি যদি একটি ৮% কুপন রেটের বন্ডে ১ লক্ষ্য টাকা ১০ বছরের জন্য বিনিয়োয়োগ করেন তাহলে প্রতি বছর এই বন্ড থেকে আপনি ৮ হাজার টাকা করে ১০ বছরে মোট ৮০ হাজার টাকা সুদ হিসেবে পাবেন।
মূলধনী লাভ বা ক্ষতি নির্ভর করে আপনি বন্ডটি কত দিন ধরে হোল্ড করবেন। যদি বন্ডটি আপনি কেনার পর থেকে মেয়াদপূর্তি পর্যন্ত ধরে রাখেন তাহলে এখান থেকে আপনার কোনো মূলধনী লাভ বা ক্ষতি হবে না।
কিন্তু যদি মেয়াদপূর্তির পূর্বেই আপনি বিক্রি করে ফেলেন তাহলে মূলধনী লাভ বা ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। যদি আপনি আপনার ক্রয়কৃত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করতে পারেন তাহলে মূলধনী লাভ হবে এবং যদি আপনি আপনার ক্রয়কৃত মুলা অপেক্ষা কম মূল্যে বিক্রি করেন তাহলে মূলধনী ক্ষতি হবে।
উদাহরণস্বরূপ, আপনি একটি ৮% কুপন রেটের বন্ডে ১ লক্ষ্য টাকা ১০ বছরের জন্য বিনিয়োয়োগ করে ২ বছর মেয়াদপূর্তির পর ৯৯,০০০ টাকায় বিক্রি করে দিলেন, তার মানে আপনার ১,০০০ টাকা মূলধনী ক্ষতি হলো। অপরদিকে যদি আপনি একই বন্ডটি ১০১,০০০ টাকায় বিক্রি করতে পারেন তাহলে আপনার ১,০০০ টাকা মূলধনী লাভ হবে। এই মূলধনী লাভ বা ক্ষতি হয় বাজারে সুদের হার পরিবর্তন হলে।
মোট সুদের পরিমাণ এবং মূলধনী লাভ বা ক্ষতির পরিমান একত্রে বিবেচনা করে আমরা একটি বন্ডের মোট লাভ বা ক্ষতি নির্ধারণ করে থাকি। ধরুন আপনি একটি ৮% কুপন রেটের বন্ডে ১ লক্ষ্য টাকা ১০ বছরের জন্য বিনিয়োয়োগ করেছেন এবং ৩ বছরে ২৪,০০০ টাকা সুদ পেয়েছেন (প্রতি বছর ৮ হাজার টাকা করে)। ৩ বছর মেয়াদপূর্তির পর আপনি বন্ডটি ১০৫,০০০ টাকায় বিক্রি করে ফেলেছেন যার হলে আপনার ৫,০০০ টাকা মূলধনী লাভ হয়েছে। এখন ৩ বছরে এই বন্ড থেকে আপনার মোট লাভের পরিমান দাঁড়ালো (২৪,০০০+৫,০০০) টাকা অর্থাৎ ২৯,০০০ টাকা।
কিন্তু ৩ বছর মেয়াদপূর্তির পর আপনি যদি বন্ডটি ১০৫,০০০ টাকার পরিবর্তে ৯৮,০০০ টাকায় বিক্রি করেন তাহলে আপনার ২,০০০ টাকা মূলধনী ক্ষতি হবে। এখন ৩ বছরে এই বন্ড থেকে তাহলে আপনার মোট লাভের পরিমান দাঁড়াবে (২৪,০০০ - ২,০০০) টাকা অর্থাৎ ২২ Blossom Book House in Bengaluru last week buying some comics for my son, when a 20-year-old recognised me
-->